Skip to main content

শাহরুখের ক্যারিয়ার শেষ!



                                   শাহরুখের ক্যারিয়ার শেষ!

শাহরুখ খান
গত বাইশ বছর ধরে শাহরুখ খান নিজেই শুনে আসছেন কথাটা। শাহরুখ খানের ক্যারিয়ার শেষ! কিন্তু ক্যারিয়ার শেষ হওয়া তো দূরের কথা, জনপ্রিয়তা এতটুকুও কমেনি শাহরুখের।
‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘রইস’-এর থেকেও ধুন্ধুমার সব ছবি করেছেন এই অভিনেতা। সেই তুলনায় এগুলো খুব একটা জনপ্রিয়তা পায়নি। বরং একই সময়ে সালমান খানের ‘বাজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’; আমির খানের ‘ধুম থ্রি’, ‘পিকে’, ‘দঙ্গল’ একের পর এক এসেছে, হিট করেছে। সবাই ভাবছে পেছনে পড়ে গেলেন শাহরুখ। কী ভাবছেন তিনি নিজে? নিরাপত্তাহীনতায় ভোগেন?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘নিরাপত্তাহীনতায় ভোগার মানুষ আমি নই। বহুদিন ধরে এই লাইনে আছি। আমি মনে করি অভিনেতারা জলের মতো। স্রোত যেদিকে যাবে, আমিও সেদিকে যাই। গত পঁচিশ বছর ধরে একটি কারণেই ছবি করে আসছি। আর সেটা হচ্ছে দর্শকদের আনন্দ ও বিনোদন দেওয়া। অর্থাৎ, মানুষ পছন্দ না করলে আমি এই লাইনে এত দিন থাকতে পারতাম না। আমার লক্ষ একটাই। যে আড়াই ঘণ্টা দর্শকেরা প্রেক্ষাগৃহে থাকছেন, আমি কি তাঁদের মুড বদলাতে পেরেছি? এ ছাড়া আমার আর কোনো অনিরাপত্তা নেই। নিরাপত্তাহীনতার কোনো কারণও নেই।’
জীবনে বহু চড়াই-উতরাই দেখেছেন এই অভিনেতা। নিজের ক্যারিয়ার নিয়ে শুনেছেন অনেক কথা। কিন্তু জীবনের লক্ষ্য থেকে দৃষ্টি সরাননি। তিনি বলেছেন, ‘একটি ছবি হয়তো একটু খারাপ করল, কিন্তু অনেক ভালো করেছে এমন ছবিও কম নেই আমার। আমি ২২ বছর ধরে শুনছি যে, আমার ক্যারিয়ার নাকি শেষ। যারা এসব বলে তাঁরা ছবির ব্যবসাটা বোঝে না, এটাও বোঝে না যে, মানুষকে আনন্দ দিতে একজন অভিনয়শিল্পীকে কী করতে হয়। ছবি মুক্তি পেলে আমার ভালো লাগে। যদি মানুষের সেটা ভালো লাগে, তবে আমারও ভালো লাগে। যদি না লাগে তাতে আমার খারাপ লাগবে এই ভেবে যে, আমি আমার লক্ষ্য পূরণ করতে পারলাম না।’

Comments

Popular posts from this blog

ব্রাজিল এখন এক নম্বর

                    ব্রাজিল এখন এক নম্বর আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল। কাল অপেক্ষা ফুরাল সেটিরও। ২০১০ বিশ্বকাপের সাত বছর পর আবার ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ব্রাজিল। গত এক বছর শীর্ষ থাকা আর্জেন্টিনা নেমে গেছে দুইয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আছে তিনে, চারে চিলি, পাঁচে কলম্বিয়া। সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো হেরফের হয়নি। ৬০ পয়েন্ট নিয়ে ১৯৩ নম্বরেই আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে শুধু শ্রীলঙ্কা (১৯৭) ও পাকিস্তান (২০১)। ৩১ ধাপ এগিয়ে ১০১ নম্বরে উঠে দক্ষিণ এশিয়ার সেরা ভারত।

Sin-land wholesale 5 color assorted Microfiber Dish Cloth Best Kitchen Cloths Cleaning Cloths With Poly Scour Side 12"x12" 10 Pack

Sin-land wholesale 5 color assorted Microfiber Dish Cloth Best Kitchen Cloths Cleaning Cloths With Poly Scour Side 12"x12" 10 Pack ...

হোটেল শাহবাগ থেকে বিএসএমএমইউ

হোটেল শাহবাগ থেকে বিএসএমএমইউ পুরোনো ছবি, বর্তমান ছবি ঢাকার প্রথম তিন তারকা হোটেল ছিল হোটেল শাহবাগ। ঢাকার ইতিহাস বলছে, ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার রাজধানী ঢাকায় বেশ কিছু ভবন মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছিল। সেগুলোতে বাইজি নাচের ব্যবস্থা ছিল। নবাবদের এ রকমই একটি উল্লেখযোগ্য বাইজি ঘর ছিল শাহবাগের ইসরাত মঞ্জিল। নবাব সলিমুল্লাহ ১৯০৬ সালের ১৪ ও ১৫ এপ্রিল ভবনটি নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনের স্থান হিসেবে নির্বাচন করেন। ১৯০৬ সালের ৩০ ডিসেম্বরে এ ভবনেই অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে এটিকে সংস্করণ করে হোটেলে রূপান্তর করা হয়, যা ঢাকার প্রথম আন্তর্জাতিক হোটেল। এই হোটেলটির স্থপতি ছিলেন এডওয়ার্ড হাইক্স। নকশা করেছিলেন রোনাল্ড ম্যাককেনেল। হোটেলটির অবস্থান ছিল শাহবাগ মোড়ের পূবালী ব্যাংকের পেছনে। পঞ্চাশের দশকে বিদেশি অতিথিদের আবাস ও আহারের ব্যবস্থা, বড় আকারের অভ্যর্থনা সবই এখানে হতো। পঞ্চাশের দশকের এই শাহবাগ হোটেলের একটি পুরোনো ছবি পাওয়া গেল ইন্টারেনেট। তাতে শাহবাগ মোড়ের একটি ফোয়ারার পেছনে হোটেলটি দেখা যা...